-->

Telegram কি কিভাবে Telegram থেকে Income করবেন

Teligram কি কিভাবে Teligram থেকে Income করবেন
আসসালামু আলাইকুম

Hello বন্ধুরা অনলাইন ইনকাম এর প্রথম টিউনে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো কিভাবে টেলিগ্রাম থেকে ইনকাম করবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক

    টেলিগ্রাম কি?

    টেলিগ্রাম হলো একটি ম্যাসেন্জিং প্লাটফর্ম। এর বিশেষ সুবিধার মধ্যে আছে ইনস্ট্যান্ট ম্যাসেন্জিং। বর্তমানে টেলিগ্রাম দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে এর ফিচার গুলোর জন্য।

    টেলিগ্রাম এর সুবিধা সমুহ

    টেলিগ্রাম এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি ম্যাসেজ করার সাথে সাথে আরও অনেক সুবিধা পাবেন। সব সুবিধার মধ্যে জনপ্রিয় হলো এর ইনস্ট্যান্ট ম্যাসেন্জিং। খুব কম ব্যান্ডউইথ নেটওয়ার্কে টেলিগ্রাম খুব সুন্দর চলে এবং ম্যাসেজ খুব তাড়াতাড়ি সেন্ট হয়। এর আরেকটি সুবিধা হলো ফাইল আপলোড। আপনি যেকোনো ফাইল আপলোড করতে পারবেন যার সাইজ যত বেশিই হোক না কেনো। তাছাড়া এর উন্মুক্ত এপিআই যে কেও ব্যবহার করতে পারে এবং আরোও উন্নত করতে পারে। বর্তমানে অনেক প্লাটফর্ম টেলিগ্রামের এপিআই ব্যবহার করে তার মধ্যে টেলিগ্রাফ এবং প্লাস ম্যাসেন্জার জনপ্রিয়। আবার টেলিগ্রাম দিয়ে আপনি চ্যানেল তৈরি করতে পারবেন যা অন্যান্য ম্যাসেন্জিং প্লাটফর্মে তৈরি করা যায় না। এমনকি আপনার টেলিগ্রাম চ্যানেল তাদের সার্চ রেজাল্টে পর্যন্ত আসবে। একটি ম্যাসেন্জিং প্লাটফর্মে এমন সুবিধা থাকা অনেক বড় বিষয়। তাছাড়া টেলিগ্রামের আরেকটি সুবিধা হচ্ছে টেলিগ্রাম বট। বট কথাটি এসেছে ইংরেজি শব্দ রোবট থেকে। একটি রোবটের মধ্যে যেমন সবকিছু আগে থেকে স্টোর করা থাকে ঠিক তেমনি টেলিগ্রাম বটের মধ্যে আগে থেকে সবকিছু স্টোর করা থাকে। বর্তমানে টেলিগ্রাম বটের জন্যই এর জনপ্রিয়তা আরোও বৃদ্ধি পেয়েছে। আরেকটা সুবিধা হলো সেলফ ডিসট্র্যাক্ট। আপনি চাইলে আপনার টেলিগ্রাম একাউন্ট কয়েকদিন, মাস অথবা বছরের জন্য নষ্ট করে ফেলতে পারেন। আপনি আবার যখন চাইবেন চালু করতে পারেন। এটি একটি অন্যন্য সুবিধা।

    টেলিগ্রাম থেকে ইনকাম

    এখন আরেকটি প্রশ্ন হলো টেলিগ্রাম থেকে কি ইনকাম করা সম্ভব ? এখন এর উত্তর কিছুটা অন্যরকম। আমরা যদি ব্লগার, ফেসবুক, ইউটিউব ইত্যাদি থেকে ইনকাম করতে যাই তাহলে গুগল এডসেন্সের বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করি। কিন্তু টেলিগ্রামে আপনি এমন কোনো সুবিধা পাবেন না। তবে অন্যান্য মাধ্যম ইনকাম করতে পারবেন যেমন:- আফিলিয়েট মার্কেটিং, রেফার, শর্টলিংক ইত্যাদি। তাছাড়া আরেকটি পদ্ধতিতে ইনকাম করতে পারেন। সেটি হলো এয়ারড্রপ। যখন কোনো কোম্পানি তাদের নতুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ছাড়ে তখন তাকে এয়ারড্রপ বলা হয়। বেশিরভাগ এয়ারড্রপ টেলিগ্রাম বটের মাধ্যমে উন্মুক্ত করা হয়। যেহেতু টেলিগ্রাম দিয়ে অনেক ফিচার সমৃদ্ধ বট তৈরি করা যায় তাই বেশিরভাগ এয়ারড্রপ টেলিগ্রামের মাধ্যমে প্রচার হয়। আবার আপনি টেলিগ্রামের মাধ্যমে নিজের ব্যবসা শুরু করতে পারেন। যেহেতু টেলিগ্রাম একটি সোশ্যাল মিডিয়া এবং এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে তাই টেলিগ্রাম দিয়ে সহজেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা যায়।

    টেলিগ্রাম এর ভবিষ্যত

    টেলিগ্রাম অলরেডি জনপ্রিয়তা লাভ করে ফেলেছে এবং দিন দিন এর ইউজার সংখ্যা বেড়েই চলেছে। পার্সোনালি আমার কাছে টেলিগ্রামের ফিচার গুলি অনেক ভালো লাগে। অন্যান্য ম্যাসেনজিং প্লাটফর্মের থেকেও টেলিগ্রাম একধাপ এগিয়ে আছে। আপনি চাইলে টেলিগ্রামের এপিআই ব্যবহার করে টেলিগ্রামের মতোই এপ্লিকেশন তৈরি করতে পারবেন। আবার সেই এপ্লিকেশন আরোও উন্নত করতে পারবেন। টেলিগ্রামের ভবিষ্যত অবশ্যই উজ্জ্বল। এর ফিচার গুলোর আপডেট প্রতিনিয়ত আসছে। আশা করা যায় ভবিষ্যতে টেলিগ্রাম আরোও ফিচার নিয়ে আসবে এবং জনপ্রিয়তা লাভ করবে।

    টেলিগ্রাম নিয়ে ক্যারিয়ার

    টেলিগ্রাম যেহেতু জনপ্রিয় তাই এর মাধ্যমে ক্যারিয়ার তৈরি করতে পারবেন। আপনি টেলিগ্রামের মাধ্যমে একটি গ্রুপ এবং চ্যানেল খুলতে পারেন। অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো এখানেও গ্রুপ এবং চ্যানেলের মাধ্যমে ইনকাম করতে পারবেন। আশা করা যায় টেলিগ্রাম চ্যানেল মনিটাইজেশন আনবে এবং চ্যানেলের মনিটাইজেশন অন করে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ইনকাম করা যাবে। বর্তমানে বেশিরভাগ লোক টেলিগ্রামে Affiliate Marketing, ShortLink, Social Media Marketing, Business Promote, Sponsor ইত্যাদির মাধ্যমে ইনকাম করছে। আপনিও এভাবে ইনকাম করতে পারবেন।

    তো বন্ধুরা এই ছিলো আমাদের টেলিগ্রাম সম্পর্কে আজকের আলোচনা। পরবর্তীতে টিউনে আরও অন্যান্য আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। ততদিন আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।

    ধন্যবাদ সবাইকে
    আরও নতুন পোষ্ট পরবর্তী পোষ্ট

    Facebook