-->

Crypto Currency কি Crypto Currency এর সুবিধা ও অসুবিধা গুলো কি কি

Crypto Currency কি Crypto Currency এর সুবিধা ও অসুবিধা গুলো কি কি

    ক্রিপ্টোকারেন্সি কি?

    ক্রিপ্টোকারেন্সি কে ডিজিটাল মুদ্রাও বলা হয়। ক্রিপ্টোকারেন্সি এমন এক প্রকারের মুদ্রা যার বাস্তব জীবনে কোনো অস্তিত্ব নেই অর্থাৎ এটি একটি অনলাইন ভিত্তিক মুদ্রা। এই মুদ্রা একজন মানুষের কাছ থেকে আরেকজন মানুষের কাছে সরাসরি লেনদেন হয় অর্থাৎ এই মুদ্রা লেনদেন কালীন তৃতীয় পক্ষের কোনো হাত থাকে না। এরকম লেনদেন কে পিয়ার টু পিয়ার লেনদেন বলা হয়।

    ক্রিপ্টোকারেন্সির সুবিধা

    ক্রিপ্টোকারেন্সি একটি অনলাইন ভিত্তিক মুদ্রা হওয়ায় এটি মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করেছে। যেহেতু এখানে তৃতীয় পক্ষের কোনো হাত থাকে না তাই সরাসরি একজনের কাছ থেকে আরেকজনের কাছে লেনদেন করা যায়। বর্তমানে বিভিন্ন স্থানে ক্রিপ্টোকারেন্সি লেনদেন হচ্ছে। অনলাইন ভিত্তিক বিভিন্ন শপিং ওয়েবসাইটে এই ক্রিপ্টোকারেন্সি লেনদেন হয়।

    ক্রিপ্টোকারেন্সির অসুবিধা

    সুবিধার থেকে ক্রিপ্টোকারেন্সি লেনদেনে অসুবিধা বেশি। প্রথমত এই মুদ্রার উপর সরকারের কোনো ক্ষমতা থাকে না। অর্থাৎ কোনো দেশের সরকার চাইলে এই মুদ্রার মুল্যমান বাড়াতে বা কমাতে পারবে না। এই মুদ্রা সম্পুর্ন সয়ংক্রিয়। এটি সম্পূর্ণ জনগণের হাতে থাকে। দ্বিতীয়ত এর দাম প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। তাই লাভ অথবা লস হওয়ার সম্ভাবনা থেকে যায়। আবার বিভিন্ন সন্ত্রাসী এই মুদ্রা লেনদেনের জন্য ব্যবহার করে। কারন এই মুদ্রা লেনদেনের সময় নিজের পরিচয় গোপন করে লেনদেন করা যায়। আবার এতে তৃতীয় পক্ষের কোনো হাত থাকে না বলে সহজেই নিজের পরিচয় গোপন করা যায়।

    ক্রিপ্টোকারেন্সি মুদ্রা

    বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি আছে তার মধ্যে

    বিটকয়েন

    লাইটকয়েন

    ইথেরিয়াম

    কারাডানো

    ট্রোন

    ইত্যাদি হলো সবচেয়ে বেশি জনপ্রিয়। বর্তমানে এক হাজারেরও বেশি ক্রিপ্টোকারেন্সি মুদ্রা আছে। এই মুদ্রা গুলোর দাম প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। আবার সব মুদ্রা গুলোর দাম এক নয়। কিছু মুদ্রার দাম একেবারেই কম আবার কিছু মুদ্রার অনেক বেশি। ক্রিপ্টোকারেন্সি মুদ্রা গুলোর মধ্যে বিটকয়েনের দাম সবথেকে বেশি। শেষ আপডেট অনুযায়ী একটি বিটকয়েনের মুল্য ৪০ লাখের বেশি।

    ক্রিপ্টোকারেন্সি গুলোর দাম কিভাবে নির্ধারিত হয়?

    এখন প্রশ্ন থাকতে পারে এগুলোর দাম পরিবর্তন হয় কেনো। যে মুদ্রা সবথেকে বেশি লেনদেন হবে তার দাম সবথেকে বেশি হবে। আবার যে মুদ্রা বেশি ট্রেড হবে সে মুদ্রার দাম সবথেকে বেশি। ক্রিপ্টোকারেন্সির উপর ভরসা করা যায় না। এর দাম যেকোনো সময় বাড়তে বা কমতে পারে। এর দাম ক্রিপ্টোগ্রাফির নিয়মে বাড়ে বা কমে।

    তো বন্ধুরা এই ছিলো আমাদের Crypto Currency নিয়ে আজকের আলোচনা। পরবর্তীতে টিউনে আরও অন্যান্য আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। ততদিন আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।

    ধন্যবাদ সবাইকে
    আরও নতুন পোষ্ট পরবর্তী পোষ্ট

    Facebook