-->

গুগল স্নিপেট কি? কিভাবে ব্লগার পোস্ট গুগলে Snippet আঁকারে Show করবো

গুগল স্নিপেট কি? কিভাবে ব্লগার পোস্ট গুগলে Snippet আঁকারে Show করবো

    আস্সালুমু আলাইকুম

    Hello বন্ধুরা স্বাগতম আমার ওয়েবসাইটে আর ধন্যবাদ আজকের এই টিউনটি পড়তে আশার জন্য। আশা করছি আপনারা সকলেই ভালোই আছেন আর যারা আমাদের সাথে সবসময় পাশে থাকে তাদের তো ভালো থাকারি কথা। তো বন্ধুরা আজকে একটি নতুন টপিক নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে এবং আমি আশাবাদী আজকের এই টিউনটি আপনাদের খুব ভালো লাগবে। আর তাছাড়া Thumbnail দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো বন্ধুরা আজকের মূল বিষয়টি হলোঃ

    কিভাবে ব্লগার পোষ্ট গুগলে Snnipet আকারে Show করাবেন।

    তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বলে মূল টিউন এর আলোচনায় আশা যাক।

    Google Snnipet কি

    একদম সহজ ভাষায় Google Snnipet হলো আপনার ওয়েবসাইট এর একটি Full Seo Article গুগলে Rang করার পর সেই আর্টিকেলটির মূল যে বিষয়ের কিছু আংশিক Paragraph এবং আপনার র্যাং করা কন্টেন্টটির টাইটেল এর উপরে কিছু Extra Paragraph Show হয় একেই Google Snnipet বলে।

    Google Snnipet এর সুবিধা

    আপনার আর্টিকেলটির মূল লেখাটি গুগলে আংশিক ভাবে দেখাতে পারবেন এতে করে গুগলে কেউ আপনার কন্টেন্টটির কেওয়ার্ড বা টাইটেল সার্চ করলে আপনার Snnipet লেখাটি আপনার ভিজিটররা আরো ভালো ভাবে জানতে পারবে এবং তা কি বিষয়ে আর্টিকেল লেখা তা বুঝতে পারবে। এবং ভিজিটরদের আকৃষ্ট করবে আপনার ওয়েবসাইটে প্রবেশ করার জন্য। Google Snnipet Show করলে আপনার সাইটটি গুগল এর প্রথম পাতায় দেখাবে (যদি আপনার সাইটি ভালো ভাবে এসইও করা থাকে)।

    গুগলে যদি কেউ আপনার একটি কন্টেন্ট এর মূল কেওয়ার্ড বা আপনার কন্টেন্ট এর টাইটেল কেউ যদি গুগলে সার্চ করে আর সার্চ করার পর আপনার কন্টেন্টটি গুগলের মূল পেজে দেখায় আর তারচেয়ে বড় কথা তাহলো আপনার সেই সার্চ করা টাইটেল বা কেওয়ার্ড এর উপরে আপনারি লেখা আর্টিকেলটির কিছু আংশিক লেখা Show করে তাহলে কেমন হয় বলুন তো।

    কিভাবে ব্লগার পোষ্ট গুগলে Snnipet আকারে Show করাবেন

    গুগলে আপনার ব্লগার কন্টেন্ট Snnipet আকারে Show করাতে হলে আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে এবং তা আমি নিচে Step by Step বলে দিচ্ছি।

    Step 1

    আপনি আপনার যে ব্লগার পোষ্টি গুগলে স্নিপেট আকারে দেখাতে চান তা আগে পাবলিশ করবেন না। আগে একটি Tag কোড যুক্ত করতে হবে আপনাদেরকে তা আগে যুক্ত করুন। আমি নিচে Tag কোডটি দিয়ে দিবো।

    Step 2

    এখন আপনার লেখা কন্টেন্টটির মূল যে লেখাটি আছে তা আগে সিলেক্ট করে রাখুন(যে লেখাটি স্নিপেট আকারে দেখাতে চান)

    Step 3

    আপনার কন্টেন্টটির যে লেখাটি বা Paragraph স্নিপেট আকারে গুগলে দেখাতে চান সেই লেখাটির আগে নিচে থাকা Tag কোডটি যুক্ত করুন।

    Snnipet Code
    < p style="text-align: justify;"> কোডটি আপনার লেখাটির মূল লাইনে যুক্ত করুন এবং অবশ্যই ৪ বা ৫ লাইন পর < /p> End ট্যাগটি যুক্ত করবেন।
    বিঃদ্রঃ
    < p style="text-align: justify;"> এই ট্যাগটি দেওয়ার পর আপনার লেখাটি লিখবেন এবং ৪ বা ৫ লাইন পর < /p> Tag যুক্ত করবেন। এরপর আপনার আর্টিকেলটির সব এসইও করার করার পর পাবলিশ করবেন এবং আপনার কন্টেন্টটির Url Copy করে আপনার Search Console Url Index Request করে রাখবেন এবং আমি ১০০% আশাবাদী আপনার কন্টেন্টটি ২দিন পর কন্টেন্টটি স্নিপেট আকারে গুগলে দেখাবে।

    তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

    খোদা হাফেজ
    আরও নতুন পোষ্ট পরবর্তী পোষ্ট

    Facebook